রবিবার, ০৪ Jun ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
Menu

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন চিন্তা আওয়ামী লীগ করেনা, ওবায়দুল কাদের

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 16, 202310:23 am

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আমরা করিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সরকার ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের ওপর ক্ষুব্ধ মির্জা ফখরুলের এমন দাবির প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করেনা। দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে বসাবে দেশের জনগণ। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তিনি মনে করছেন পশ্চিমারা তাকে ও তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সে কারণে ঘনঘন তাদের দুয়ারে ধর্না দিচ্ছেন, নালিশ করছেন। নালিশের পর নালিশ, লবিস্ট নিয়োগ করছেন। আওয়ামী লীগের এসব নেই। শেখ হাসিনার কোন লবিস্ট নেই। এখানে ঐ যে বিদেশিরা আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে এমন কোন অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি। তিনি আরও বলেন, ক্ষমতায় বসানোর মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। এমন মানসিকতা যার, তিনি বিদেশিদের বা দেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন, এটা মনে করার কারণ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। চিত্রনায়ক ফারুক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক বিশ্বাস, আচরণ ও কর্মকাণ্ডে তিনি এক চুলও তার আদর্শ থেকে নড়েননি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গেছেন। আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অবিচল, পাহাড়ের মতো অটল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন, জাতীয় সংসদে গুলশান আসনে মনোনয়ন দানের মাধ্যমে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি এলাকাবাসীর জন্য কিছু করার সময় পাননি। চিত্রনায়ক ফারুকের বেশ কয়েকটি চলচ্চিত্র ভালো লেগেছে উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন। তার জীবনটা ছিল বর্ণিল। একদিকে তিনি ছিলেন ভালো নায়ক, অন্যদিকে রাজনীতিবিদ। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।