রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন
Menu

বিএনপি দায়িত্ব পেলে মানুষের দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে: তথ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  January 13, 202212:54 pm

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, আমাদের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত। সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা। আওয়ামী লীগের নেতা–কর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারা দেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এখনো আমাদের নেতা–কর্মীরা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধিরা সমগ্র দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে ও শীতবস্ত্র বিতরণ করছে।’

বিএনপির কাছে জনগণের সমস্যা কোনো সমস্যা নয় বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তাদের কাছে সমস্যা হলো খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি। আর তাদের কথা, খালেদা জিয়ার স্বাস্থ্য শুধু বিদেশে নিলেই ভালো হবে। অথচ এর আগেও তিনি দেশের ডাক্তারদের চিকিৎসাতেই ভালো হয়েছেন এবং এবারও তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তিনি এখন কেবিনে এসেছেন। আমি এ জন্য ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি, তিনি যেন শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে যান।