বিএনপি নেতারা ইতিহাস বিকৃত ও মিথ্যা তথ্য দিয়ে বিদেশি নেতাদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, সাবেক স্বৈরশাসক জেনারেল জিয়াউর রহমান ও তার শাসনামলকে হোয়াইটওয়াশ করে বিদেশিদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন দলটির নেতারা। মঙ্গলবার (২১ মার্চ) এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডে। জানা যায়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে লেখা এক চিঠিতে বিএনপি তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘বাংলাদেশের মহানায়ক’ হিসেবে প্রতিষ্ঠা করতে ইতিহাস বিকৃত করেছে। ২০২০ সালের ২৭ জানুয়ারি পাঠানো ঐ চিঠির একটি ছবিও প্রকাশ করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সফরকালে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই প্রতিবেদন প্রকাশ করে। এই চিঠিতে আবারও ইতিহাস বিকৃত করে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হয়। যদিও বিখ্যাত লেখক অ্যান্থনি মাসকারহেনাস বাংলাদেশের প্রথম সামরিক স্বৈরশাসকের আমলকে ‘রক্তাক্ত শাসনের সূচনা’ বলে বর্ণনা করেছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে ‘গণতন্ত্রের অভিভাবক’ হিসেবে উপস্থাপন করার চেষ্টায় মরিয়া। শুধু তাই নয়, ঐ চিঠিতে আরও দাবি করা হয়েছে, ‘বিএনপি বাংলাদেশে বহুদলীয় বহুত্ববাদী গণতন্ত্রের প্রবর্তন করেছে। গবেষকরা বলছেন, এ ধরনের কাজ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিশ্ব নেতাদের বিভ্রান্ত করার অপচেষ্টা। তারা মনে করেন, বিএনপির এমন দাবি তাদের কালো ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা। কারণ বিএনপি কীভাবে গঠন হয়েছিল, কীভাবে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া জামায়াতে ইসলামীর মতো উগ্র মৌলবাদী শক্তিকে তুলে ধরেছিলেন বা তৎকালীন স্ব-স্বীকৃত যুদ্ধাপরাধী ও হত্যাকারীদের সহায়তা করেছিলেন তা উঠে আসে না। দেশের স্বাধীনতার ৬ বছরের মধ্যে দেশের রাজনৈতিক পটভূমিতে এসব রাজনৈতিক দল নিয়েই রাজনীতি করেছিলেন জিয়া। এদিকে মুক্তিযোদ্ধারা বলছেন, জেনারেল জিয়ার করা রক্তপাতের ইতিহাস যাতে জাপান ও অন্য পশ্চিমা দেশগুলোর কাছে প্রকাশ না পায় সেজন্যই এমন চেষ্টা করা হয়েছে। বিশিষ্ট গবেষক অজয়দাস গুপ্ত বলেন, জেনারেল জিয়া দেশের প্রথম সামরিক স্বৈরশাসক হয়ে ওঠেন এবং বাংলাদেশের সামরিক বাহিনীতে অসংখ্য সৈন্য ও অফিসারকে ফাঁসিতে ঝুলিয়ে দমন-পীড়নের ঢেউ তুলেছিলেন। অথচ তার অনুসারীরা এখন তাকে স্বাধীনতা, সুশাসন ও স্বাধীনতার আলোকবর্তিকা হিসেবে তুলে ধরেন।
বিএনপির বিরুদ্ধে বিদেশিদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ
প্রকাশ : March 24, 20232:24 pm
