বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বোধিবৃক্ষে পানি উৎসর্গের মাধ্যমে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)। এ উপলক্ষ্যে বুধবার (৩ মে) সকালে বোমাং সার্কেলে চীফ রাজা উচপ্রু চৌধুরী নেতৃত্বে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গন থেকে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এসময় শত শত নর-নারী, দায়ক-দায়িকা, উপ-উপাসীকাবৃন্দ চন্দনের পানি ও ফুল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষতলে এসে সমবেত হন পূজারীরা। সেখানে প্রার্থনা ও পঞ্চমশীল গ্রহন পর চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন তারা। এসময় ধর্ম দেশনা দেন রাজগুরু বিহারের অধ্যক্ষ কেতু মহাথের। ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বীরা ভগবানের নিকট ইহকাল ও পরকালের শান্তির পাশাপাশি দেশ ও জাতীর উদ্দেশে মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।
বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা
প্রকাশ : May 3, 202310:11 am
