রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:১৩ পূর্বাহ্ন
Menu

বান্দরবনে পর্যটকবাহী গাড়ি খাদে, ১ জন নিহত আহত ৮

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 26, 20229:50 am

বান্দরবনে থানচির জীবননগরে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৮ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই বুয়েটের নিরাপত্তার শাখার কর্মচারী বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার জীবননগর ঢালুতে পর্যটকবাহী একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন পর্যটকের মৃত্যু হয়। এসময় আরও ৮ জন পর্যটক আহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে হামিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। আহত ৫ জনকে থানচি এবং বান্দরবন সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছে বিজিবি ও স্থানীয়রা। আহত এক পর্যটক ওয়াহিদ বলেন, ঢাকা থেকে বান্দরবন বেড়াতে এসেছিলেন তারা। থানচিতে যাবার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেছে। গাড়িতে চালকসহ তারা ৯ জন ছিলেন বলেও জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে একজন মারা গেছে এবং আট জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গাড়িটি বান্দরবন থেকে থানচি যাচ্ছিলো।