শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন
Menu

বাজার ভরা শীতের সবজি, অথচ দাম চড়া

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  December 2, 20222:51 pm

রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজিতে ছেয়ে গেছে বাজার। তবে দাম মৌসুম অনুযায়ী কমেনি বলে জানান ক্রেতারা। এদিকে দাম নিয়ে বিক্রেতারা বলছেন, ডলারের দাম, চলমান পরিবহন ধর্মঘট, আর সিন্ডিকেটের প্রভাবে দাম কিছুটা বেশি। তবে এই দাম আগামী সপ্তাহে কমবে বলে জানান তারা। শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ১০-১৫ টাকা। আকার ভেদে বাধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা। মুদি বাজারে আগের বাড়তি দামেই রয়েছে চাল, ডাল ও তেলের দামও একই। দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা, ভারতীয় মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা। বাজারে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। তবে চিনি এখনো এক-দুই দোকান খুঁজে কিনতে হচ্ছে বলে জানান সাধারণ ক্রেতারা। অন্যদিকে আজকের বাজারে মুরগীর ও ডিমের দাম খানিকটা বেড়েছে বলে দেখা গেছে। বিয়ে ও নানা বড় আয়োজনের সময় এখন আর তাই মুরগির চাহিদা বেড়েছে। সাথে বেড়েছে দামও, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। অন্যদিকে মাছের বাজারেও যোগান কম রয়েছে বলছেন মাছ বিক্রেতারা, আর তাই দাম বেশি, এই দাম খুব শিগগির কমবে না বলেও জানান তারা।