বাংলাদেশে শ্রীলঙ্কার পরিস্থিতি হতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ মে) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর খাগড়াবাড়ি গ্রামে ২০১৪ সালের নির্বাচনে পুলিশের গুলিতে জয়নাল আবেদীন ও হারুন উর রশীদের মৃত্যু হয়। নিহতদের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এখানকার অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক বেশী ঋণ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে মাথাপিছু ৪৭২ ডলার ঋণ আমাদের ঘাড়ে চেপে গেছে। এসময় সাম্প্রতিক বাজার পরিস্থিতির অরাজকতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, শুধু তিনিই নয় সরকারেরও পদত্যাগ করা উচিত। তারা সম্পূর্ণভাবে এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ আরও দলীয় নেতাকর্মীরা।
বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে বাধ্য: ফখরুল
প্রকাশ : May 14, 20225:27 am
