সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন
Menu

‘বাংলাদেশেই প্রথম রাস্তায় হাতি হাঁটতে দেখেছি’

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  January 13, 20222:44 pm

বাংলাদেশে ফিরেই দুটি ট্রফি জিতলেন। ঢাকার ফুটবলের শিরোপা কি কলিনদ্রেসের পিছু পিছু হাঁটে?

দানিয়েল কলিনদ্রেস: ট্রফি জেতাটা সব সময়ই দারুণ। তবে এটা শুধু আমার ওপর নির্ভর করে না। দলটা ভালো কি না, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আবাহনীর মধ্যে আমি সেটা খুঁজে পেয়েছি। কিছু অর্জন করার জন্য আমরা একটা দল হিসেবে পরিশ্রম করছি।

আগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস না খেলাতে কি ফেডারেশন কাপ জেতাটা সহজ হলো আবাহনীর জন্য?

কলিনদ্রেস: (হাসি) যেকোনো ট্রফি জেতাই কঠিন কাজ। শুধু বসুন্ধরা নয়, আমরা সব দলকেই সম্মান করি। আমরা শেখ রাসেলের সঙ্গে হেরেছি। জিতলেও ফাইনালে রহমতগঞ্জ আমাদের চমকে দিয়েছে। এ ছাড়া ফেডারেশন কাপের সময় অমাদের দলের নিয়মিত অনেক খেলোয়াড়ের চোট ছিল।

কলিনদ্রেস: সেটা হলে তো দারুণ এক অর্জন হবে। আমাদের সব মনোযোগ এখন লিগে। শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারলে এই শিরোপাও জিততে পারব। তবে লিগ শিরোপার জন্য অনেক লড়াই হবে। আমাদের বাইরে শুধু বসুন্ধরা নয়, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং ক্লাবও লিগ শিরোপার জন্য লড়াই করবে।

বসুন্ধরার জার্সিতে ৪৮ ম্যাচে ২৬ গোল করেছিলেন। আবাহনীর হয়ে লক্ষ্য কী?

কলিনদ্রেস: ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না। দলের জয়টাই গুরুত্বপূর্ণ। এখন আমি আবাহনীর লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য হতে চাই।