সম্প্রতি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় বলেন, ইন্ডাস্ট্রিতে আসার সময় সবাই বলেছিল ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো। কিন্তু ধীরে ধীরে অনেক কিছু ঘটল, ‘যা আমাকে ভাঙতে শুরু করেছে’।
বলিউডে পা শক্ত করা এত সহজ নয়, কেরিয়ারের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা তা স্বীকার করতে দ্বিধা করেননি। সেই তালিকা থেকে বাদ যাননি অভিনেতা বিবেক ওবেরয়। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।
কখনো ভিলেন, কখনো আবার কমেডি তারকা হলেও বলিউড তার কদর পায়নি। সে এমন কাউকে কাছে পায়নি, ভালো চিত্রনাট্য পায়নি, কোনো সমর্থন পায়নি।
তবে বর্তমানে দিব্যি নিজের জায়গাটা লড়াই করে পোক্ত করে নিয়েছেন বিবেক ওবেরয় (vivek Oberoi)। আর তার জেরেই এবার বলিউডে নতুন ভূমিকায় অবতরণ। অভিনেতা থেকে এবার প্রযোজক (producer) হওয়ার পালা। সদ্য এমনই এক বড় পদক্ষেপ নিয়ে নিলেন এই অভিনেতা। বরাই করে কোনও বড় ব্যানার লঞ্চ করার ফাঁকা আওয়াজ নয়, বরং বিবেক ওবেরয় চান কিছু ভালো প্রতিভাকে সামনে তুলে আনতে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিবেক ওবেরয় জানান, তিনি যখনই এই ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন তখন সকলে বলেছিলো ছেলেটি খুব ভালো ছেলেটি খুব গুণী। কিন্তু ধীরে ধীরে এমন অনেক কিছু হল, যা আমাকে ভাঙতে শুরু করলো।
‘আমি বুঝতে শুরু করেছি যে একজন অভিনেতা হিসাবে আমাকে সমর্থন করার সুযোগ দেওয়ার মতো কেউ নেই। আমাকে ভালো চাকরি দিতে কেউ এগিয়ে আসেনি। একটা ছবি বানানোর পর সামনের গল্পের চেয়ে পর্দার পেছনের গল্পটা অনেক বড়।
আমি ভেঙ্গে পড়তে লাগলাম, ক্লান্তি আমাকে ঘিরে ধরতে লাগল একাকীত্বে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমি এখন সচ্ছল। আর্থিকভাবে বেশ পরিণত। তাই ভালো কিছু কাজ সামনে আনতে চাই। ‘
তিনি যোগ করেছেন, “আমি নতুন প্রজন্মের পরিষ্কার চিন্তাভাবনা ব্যবহার করতে চাই, আমি কিছু ভাল চলচ্চিত্র নির্মাতাকে উপস্থাপন করতে চাই।
মালায়ালাম তামিল শিল্প যাই হোক না কেন, যদি কোনও ফিল্ম স্কুলের ছাত্র আমার কাছে আসে এবং বলে যে আমি স্ক্রিপ্ট লিখেছি, আমি দরজা রাখব তার জন্য উন্মুক্ত। তবে সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে, আমি প্রতিদিন বসব, আজকের সমস্ত পর্ব, আমি সবার সাথে দেখা করব। আমি কেবল সাধারণ কিছু নিয়ে আসার চেষ্টা করছি, তবে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। প্রজন্ম আরও ভালো করার সুযোগ করে দেয়।”