প্রথম বাংলাদেশি সিনেমায় গান গেয়েছেন তৎকালীন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নাটিয়াল। ছবির নাম ‘অন্তরাত্মা’। গানটির শিরোনাম ‘অন্তরাত্মা’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার ইন্দ্রদীপ দাশগুপ্ত।
তিনি জানান, গত মাসে মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটি গেয়েছেন জুবিন। গানটি লিখেছেন রবিউল ইসলাম।
ইন্দ্রদীপ এর আগে বাংলাদেশের হাবিব ওয়াহিদ ও অর্ণবের জন্য গান করেছেন। ‘আয়নাবাজি’ ছবিটিও পরিচালনা করেছেন তিনি।
কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে কথা বলতে গিয়ে সঙ্গীত পরিচালক বলেন, “ছবির প্রযোজক আমাকে নিয়ে গানটি করতে চেয়েছিলেন।
আলোকচিত্র পরিচালক বিষয়টি আমাকে অবহিত করেছেন। এ নিয়ে অনলাইনে অনেকবার কথা হয় পরিচালকের সঙ্গে। নায়ক শাকিব খানও আমাকে একবার ফোন করেছিলেন গানের জন্য। ‘
ইন্দ্রদীপ বলেন, ‘অনেক দিন পর পুরো বাণিজ্যিক ছবির গানের সংগীত পরিচালনা করলাম। জুবিন বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় গায়ক। এ জন্য সময় নিয়ে গানটির সুর ও সংগীতের কাজ করেছি।’
জুবিনের সঙ্গে এই সংগীত পরিচালকের এটাই প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইন্দ্রদীপ বলেন, ‘অনলাইনে জুবিনের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন গানের কথা ও মিউজিক পছন্দ হলে করবেন।
এরপর তাঁকে সবকিছু পাঠাই। প্রায় দুই মাস পর গানটি করে আমাকে পাঠান। একটু কারেকশন ছিল। পরে ঠিক করে দিয়েছেন। আমাদের সামনাসামনি দেখা হয়নি। সবকিছু অনলাইনেই করেছি। গানটির করার পর জুবিনও খুশি। এক ভিডিও বার্তায় সেই অনুভূতির কথা জানিয়েছেন আমার কাছে।’
গানটি করার পর মুম্বাই থেকে এক ভিডিও বার্তায় জুবিন বলেছেন, ‘বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। “অন্তরাত্মা” ছবির টিমের জন্য শুভকামনা। ’