মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন
Menu

বরিশালে পুলিশের অভিযানে ৫টি গাঁজা গাছসহ আটক ১

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 4, 20227:21 am

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রাম থেকে ৫টি গাঁজা গাছসহ মনির হোসেন নামে (৪০) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার এই অভিযান চালায় বিএমপি’র বন্দর থানা পুলিশ। এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শামসুল আলম বাদী হয়ে আটক মনিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে মনিরকে শুক্রবারই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নয়ানী গ্রামের মনির তার বাড়িতে গাঁজার চাষ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে ৫টি গাছসহ আটক করে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।

  • জেলার খবর