ঈদের ছুটিতে গত শুক্রবার ২৯ এপ্রিল থেকে রবিবার ০১ মে সকাল ৬টা পর্যন্ত তিন দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে এক লাখ ১৯ হাজার ১৯০টি যানবাহন। এর মধ্যে মোটরসাইকেল পারাপার হয়েছে ২১ হাজার ১৩৩টি। এতে সেতুতে টোল আদায় হয়েছে ৯ কোটি দুই লাখ দুই হাজার ৭৫০ টাকা। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী পরিবহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে ৭১ হাজার ৯৫৬। জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগের ফলে এবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ভোগান্তি পোহাতে হয়নি উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষের। মহাসড়কের বঙ্গবন্ধু সেতু হতে এলেঙ্গা পর্যন্ত এক লেনে চলেছে পরিবহন। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো সেতুপূর্ব গোলচত্বর হয়ে ভূঞাপুর দিয়ে এলেঙ্গা মহাসড়কে উঠছে। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকার গার্মেন্টগুলো পৃথক পৃথক সময়ে ছুটি দেওয়ায় মহাসড়কেও প্রভাব কম পড়েছে। এতে স্বস্তিতেই বাড়ি ফিরেছেন তারা। অন্য যেকোনো বছর ঈদে মহাসড়কে ভোগান্তি হলেও এবার একেবারে ভিন্ন চিত্র। মহাসড়কে চলাচলকারী পরিবহনের চালকরা বলেন, এবার কোনো ভোগান্তি হয়নি। সময় মতো গন্তব্যে পৌঁছানো গেছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, এবার ঈদে মহাসড়কে গাড়ির সংখ্যা ছিল বেশি। বিগত কয়েক দিন এলাকায় পরিবহনের ব্যাপক চাপ ছিল। সেতুর সবগুলো টোল বুথ চালু ছিল। এ ছাড়া মোটরসাইকেলের জন্য টোলপ্লাজার দক্ষিণ পাশে আলাদা দুটি টোল বুথ স্থাপন হয়েছে। গত তিন দিনে ৯ কোটির বেশি টাকা টোল আদায় হয়েছে। এবার এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে।
বঙ্গবন্ধু সেতুতে ৩ দিনে ৯ কোটি টাকা টোল আদায়
প্রকাশ : May 2, 20223:06 pm
