বগুড়ার শেরপুরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশরাফ আলী (৫৫) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ছোনকা চন্ডীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৮ মার্চ ঐ শিশুর বাবা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন। গ্রেপ্তার আশরাফ আলী ঐ গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে ও পেশায় একজন কৃষক। র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫ মার্চ বিকেলে খেলার সময় আশরাফ শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া-দাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় শিশুটি তার মাকে বিষয়টি অবগত করে। র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, মামলা দায়েরের পর থেকে আশরাফ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বগুড়ায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক কৃষক গ্রেপ্তার করেছে র্যাব
প্রকাশ : April 4, 20233:30 pm
