বগুড়ায় নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাবানপুর গ্রামের আনিসারের স্ত্রী ফরিদা পারভীন (৩৫) এবং গাইবান্ধার সাঘাটার চিনের পুটুল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল জব্বার (৫৫)। র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, কাহালুতে নকল স্বর্ণের মূর্তি নিয়ে প্রতারণা হয়ে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবানপুর গ্রাম থেকে মূর্তিসহ ফরিদা ও জব্বারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়ায় নকল স্বর্ণ মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার
প্রকাশ : May 25, 202211:47 am
