শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন
Menu

বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপি কয়েক দফা সংঘর্ষ, গুলিবিদ্ধ এক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 29, 202211:20 am

বগুড়ার গাবতলীতে দফায় দফায় চলছে আওয়ামী লীগ ও বিএনপি’র সংঘর্ষ। এ সংঘর্ষে এখন পর্যন্ত আওয়ামী লীগের পাঁচজন ও বিএনপি’র দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন হারুনর রশিদ নামে বিএনপি’র এক কর্মী।  রোববার (২৯ মে) সকালে বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে মিছিল করার সময় বিএনপি’র সমর্থকদের সঙ্গে ইট-পাটকেল বিনিময় হয়। এরপর থেকেই উভয়পক্ষের মধ্যে ব্যাপকভাবে উত্তেজনা দেখা দেয় এবং উভয় দলের সমর্থকরা লাঠিসোটা নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এসময় আওয়ামী লীগের পাঁচজন এবং বিএনপি’র দুইজন কর্মী আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লে উভয়দলের নেতাকর্মীরা আবার একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এসময় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিএনপি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়। ঘটনা নিয়ন্ত্রণ আনতে পুলিশ চেষ্টা করলেও উভয় দলের কর্মী সমর্থক সংখ্যা বেশি হওয়ায় পুলিশের সামনেই তারা সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে ককটেল গুলি, রেললাইনের পাথর এবং ইটপাটকেল ব্যবহার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য গত ২৭ মে গাবতলী উপজেলা বিএনপি’র সম্মেলন থেকে জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বক্তব্য দেয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এই কটূক্তির প্রতিবাদে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি শনিবার রাতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে গাবতলী থানায় একটি এজাহার দায়ের করেন।