মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে ছুটছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সাইফ আলি খান ও অমৃতা সিং কন্যা অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন ‘আমার ফোন হারিয়ে গেছে’। তার অস্থির মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত সাংবাদিকরা। এতে সাইফের মেয়ে খুব বিরক্ত হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, সারা তার গাড়ি থেকে স্তব্ধ হয়ে নামছেন। “আরে, আমি আমার ফোন হারিয়ে ফেলেছি,” সে নামার সময় বলে। সেখানেও প্রতিবেদকদের ক্যামেরায় বিরক্ত হয়ে বলেন, আমার ফোন হারিয়ে গেছে, আপনারা ছবি তুলতে ব্যস্ত? সাংবাদিকরা সাইফের মেয়েকে ফোন ফেরত দেওয়ার আশ্বাস দেন।
যদিও কয়েক মুহূর্ত পরে সারা তার ফোন ফিরে পান। এরপর তাকে গাড়ি থেকে নামতে দেখা যায়।
আনন্দ এল রায়ের ‘আতরঙ্গি রে’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। সেখানে সারাকে অক্ষয় কুমার এবং ধানুশের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। বারাণসী, দিল্লি, মাদুরাই: দেশের বিভিন্ন রাজ্যে ছবির শুটিং হয়েছে।
এক অদ্ভুত, মজাদার ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে হাজির জনপ্রিয় পরিচালক আনন্দ এল রাই।ছবিতে রিঙ্কু সূর্যবংশীর ভূমিকায় রয়েছেন সারা আলি খান। অন্যদিকে সারার প্রেমিক সাজাদের চরিত্রে অক্ষয় কুমার এবং স্বামী বিষ্ণুর ভূমিকায় ধনুশ।
এই ছবির সঙ্গে দীর্ঘ ৬ বছর বলিউডে কামব্যাক করছেন রজনীকান্তের জামাই। ছবির ট্রেলারে নজর কেড়েছে ধনুশ-সারার রসায়ন। এবার এই ছবি নিয়ে প্রথমবার মুখ খুললেন অক্ষয় কুমার।
এক সাক্ষাৎকারে কোনও রাখঢাক না করেই অক্ষয় জানালেন বর্তমানে কেরিয়ারের এমন এক প্রান্তে তিনি এসে পৌঁছছেন যে পেট চালানোর জন্য ছবি করতেই হবে বলে তিনি ছবি কাজ করেন না।
স্রেফ মনের ভালোলাগা থেকে তাই বাছাই করা ছবিতে তিনি কাজ করেন। এ ছবি সম্পর্কে দৃঢ় স্বরে তিনি বলে ওঠেন, ‘ আমার বিশ্বাস আতরঙ্গি রে দেখে মুগ্ধ হবেন দর্শক। এই ছবি ভালোবাসার প্রতি শুধু বিশ্বাসই করবে না বরং ভালোবাসা ব্যাপারটাকেই আরও একটু ভালোবাসতে শেখাবে।
সত্যি কথা বলতে কী এই ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ’। কথার ফাঁকে খিলাড়ি আরও জানিয়েছেন যে ‘আতরঙ্গি রে’ মূলত সারা এবং ধনুশের ছবি। এবং সেই দু’জন এই ছবিতে এমন কাজ করেছেন যা দেখে অক্ষয় মুগ্ধ!