ফরিদপুরে বজ্রপাতে রকিবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে একটি গরু মারা যায় বলে জানা গেছে।
বুধবার সকালে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে রকিবুল ইসলামের (২২) মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, বুধবার সকালে গোয়াল ঘরে গরু উঠাতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে রকিবুলের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে একটি গরু মারা গেছে।