ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাইওয়ে থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর তাকে সিলেট রেঞ্জের বদলি করা হয়। বৃহস্পতিবার সকালে তার স্থলে দায়িত্ব গ্রহণ করেন এএসএম আসাদুজ্জামান। দায়িত্ব গ্রহণ করার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সংবাদ সম্মেলন করেন। তার লিখিত বক্তব্যের শেষ দুটি লাইন হাইওয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ কারণে শুক্রবার সকালেই এএসএম আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে থানার উপ-পরিদর্শক শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়। ৭ এপ্রিল সকালে নবাগত ওসি এএসএম আসাদুজ্জামান সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নিবে না।’ বিষয়টি নিয়ে সংবাদকর্মী ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।