মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Menu

ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূর লাশ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 16, 20223:03 pm

ফরিদপুরের বোয়ালমারীতে ভাড়া বাসা থেকে শাকিলা আক্তার মনির (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের শাহজাহান মিয়ার বাড়ি (ভাড়া বাসা) থেকে লাশটি উদ্ধার করে বোয়ালমারী থানার পুলিশ। গৃহবধূ ওই গ্রামের মো. লিয়াকত হোসেন কালন মিয়ার মেয়ে ও হুমায়ন কাজীর দ্বিতীয় স্ত্রী। জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের সেলিম কাজীর ছেলে হুমায়ুন কাজী (৩৮) দ্বিতীয় স্ত্রী শাকিলা আক্তার মনিকে নিয়ে বিয়ের দুই বছর পর গত ১ এপ্রিল থেকে একই গ্রামের মৃত শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মনির প্রথম পক্ষের ছেলে মো. সিয়াম (১২) ভাড়া বাসায় এসে দেখে তার মা উপুড় হয়ে খাটের ওপর পড়ে আছে। ছেলেটি ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে মায়ের গলায় দাগ দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে মনিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহটি গ্রামের বাড়ি কমলেশ্বরদী নিয়ে গেলে পুলিশ খবর পেয়ে বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাদপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, মনির প্রথম স্বামীর ঘরে ১২ বছরের একটি ছেলে রয়েছে। তবে হুমায়ন কাজীর দ্বিতীয় স্ত্রী মনি। তার প্রথম স্ত্রীর ঘরে একটি মেয়ে রয়েছে। গত দুই বছর আগে তারা দুইজন আদালতের মাধ্যমে বিয়ে করেন। এর পর থেকে মনি বাবার বাড়িতে থাকতেন। গত ১ এপ্রিল হুমায়ন তার স্ত্রী মনিকে নিয়ে কমলেশ্বরদী গ্রামে ভাড়া বাসা থাকা শুরু করেন। লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। তবে ঘটনার পর থেকে তার স্বামী হুমায়ন পলাতক রয়েছে বলে তিনি জানান।