রাজধানীর ডেমরার কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সোমবার (৩০ মে) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেণে কাজ শুরু করে ৯টা ১৮ মিনিটে। এরপর তাদের সাথে দুই ধাপে যুক্ত হয় আরো দশটি টিম। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তিব্রতা বৃদ্ধি পাওয়ায় একযোগে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি টিম। তবে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ারসার্ভিসের ১১টি ইউনিট। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, এখন পর্যন্ত ১১ ইউনিট পাঠানো হয়েছে। আরো কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। লাগলে পাঠানো হবে।
প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
প্রকাশ : May 30, 20226:42 pm
