শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন
Menu

প্রেসক্লাব এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 23, 202212:55 pm

বিএনপি চেয়ারপার্সন খালেদাজিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটুক্তির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করছেদলটি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপিরনেতারা। সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সতর্ক অবস্থানে আছে পুলিশ। সোমবার সকাল থেকে জাতীয়প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এ কর্মসূচি পালন শুরু করে বিএনপি। প্রতিবাদ ওবিক্ষোভ সমাবেশ অংশ নিতে আসেন ঢাকার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।সড়কটি বন্ধ করে দেয়ায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে দেখা গেছে। খালেদা জিয়াকে হত্যারহুমকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশ করছে দলটি।খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেয়া নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন নেতারা। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা। বিএনপি নেতারা বলেন,জিয়া পরিবারের কিছু হলে ঢাকা মহানগর বিএনপি বসে থাকবে না। ঢাকা শহরসহ সারাদেশে কঠোরকর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী বক্তব্য তুলে না নিলে রাজপেথই আওয়ামী লীগকে মোকাবেলাকরার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে, প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থানেয়া হবে বলেও জানান দলটির সিনিয়র নেতারা। বিক্ষোভ সমাবেশে অংশনিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা প্রেসক্লাবেরসামনে জড়ো হতে থাকেন। অন্যদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অন্যদিনের তুলনায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা গেছে।