গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে আলী নেওয়াজ নামে এক ইরাক প্রবাসীর বাড়িতে হামলা করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়েছে প্রতিপক্ষরা। গত শনিবার দিবাগত ১২টার দিকে উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের পারুইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নেওয়াজ বাসবাড়িয়ার মজিবুর রহমানের ছেলে। প্রবাসী আলী নেওয়াজ জানান, প্রতিবেশী নাজমুল ইসলাম তার ভাই শামিম হোসেন তাদের পিতা নজরুল ইসলামের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে গত শনিবার দিবাগত রাতে নাজমুল ইসলাম তার ভাই শামিম হোসেন তাদের পিতা নজরুল ইসলামের হাসান ও নজরুলসহ অজ্ঞাত লোকজন মধ্যরাতে বাড়িতে হামলা করে। এসময় তারা আমার বাসার ভিতরে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে আমাকে জিম্মি
করে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা লুটে নেয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্বে ও তিনি নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী জানান, নেওয়াজ ইরাকে থাকত, তার কাছে নগদ টাকা আছে জেনেই হামলা করে সব লুটে নিয়েছে। এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কার মিয়া জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
প্রকাশ : May 2, 202212:25 pm
