মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
Menu

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিত্যপণ্য কিনতে দেশের এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেওয়া হবে।

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 16, 20223:38 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এক কোটি মানুষকে বিশেষ কার্ড প্রদান করা হবে মঙ্গলবার (১৫ মার্চ) সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে সূচনা বক্তব্যে তিনি সরকারের পরিকল্পনার কথা জানান

তিনি বলেন, আমরা এক কোটি মানুষকে টার্গেট করেছি, আমরা তাদের বিশেষ কার্ড দেব যাতে তারা ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারে। ইতোমধ্যে কোভিড১৯ মহামারি চলাকালীন ৩৮ লাখ লোক আর্থিক সহায়তা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এদের সঙ্গে আরও অনেককে অন্তর্ভুক্ত করা হবে এবং শেষ পর্যন্ত মোট এক কোটি মানুষ এই কার্ড পাবে। ইতোমধ্যেই ৫০ লাখ লোককে কার্ড দেয়া হয়েছে, যাতে তারা ১০ টাকায় চাল কিনতে পারে

ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি প্রধানমন্তী শেখ হাসিনা বলেন নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে  প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে ভজ্য্ তেল এখন শতকরা ৯০ ভাগ আমদানি নির্ভর তাই ভ্যাট কমিয়ে মূল্যবৃদ্ধি রোধ করার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের বিজ্ঞানীরা কয়েকটি বীজ আবিষ্কার করেছেন যার উৎপাদন ভাল হবে বলে তারা দাবি করছেন। আগামী কয়েক বছরে পিঁয়াজ আর বাইরে থেকে আনতে হবেনা, আমরাই রপ্তানি করতে পারবো। ব্যাপারেও বিজ্ঞানীরা কাজ করছেন

তিনি বলেন, প্রত্যেকটা জিনিষ যেন আমরা নিজেরা উৎপাদন করে নিজেদের চাহিদা মেটাতে পারি সে রকম একটা অবস্থানে আমাদের যেতে হবে। কারো মুখাপেক্ষী হয়ে যেন থাকতে না হয় সে জন্য আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি