অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৩ মে) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে চুমকী আত্মসমর্পণ করেন। পরে আদালতে তার আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। আগেই থেকেই ধার্য ছিল অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের করা মামলায় তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার দিন। সেই অনুযায়ী আদালতে যথারীতি হাজির করা হয় মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপকেও। তবে কাউকে কোন কিছু জানান না দিয়েই হঠাৎ সকাল সাড়ে ১১টায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন মামলার আরেক আসামি ওসি প্রদীপের স্ত্রী চুমকী কারণ। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এতদিন পলাতক ছিলেন আসামি চুমকি কারণ। সোমবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করেছেন আদালত। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানান, চুমকী অসুস্থ থাকায় তার জন্য নিয়মানুযায়ী স্বাস্থ্যসেবা দেয়ার আবেদন করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ২৩ আগস্ট জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন ওসি প্রদীপের স্ত্রী চুমকী কারণ। ২০২১ সালের ২৮ জুলাই দুদক চট্টগ্রাম-২ এর সহকারি পরিচালক মো. রিয়াজ উদ্দিন আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ৪৯ লাখ ৫৮ হাজার টাকা সম্পদের তথ্য গোপন এবং দুই কোটি ৩৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর ওসি প্রদীপ ও স্ত্রী চুমকীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এ মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় ওসি প্রদীপ কুমার দাশকে।
প্রদীপের স্ত্রী চুমকীর জামিন বাতিল
প্রকাশ : May 23, 202212:06 pm
