আজ ‘বিশ্ব বাবা দিবস’- নির্দিষ্ট একটি দিন। সবাই লিখছে, বলছে। কিন্তু আমার বাবা দিবস অনেকটা অন্যরকম, ধুসর। বাবা সম্পর্কে খুব বেশী কিছু মনে নেই কিন্তু বাবার ভালোবাসার পরশ আমি আজও প্রতিটি দিন অনুভব করি আমার ছেলে মধ্যে। বাবা, তুমি আমার আজীবনের ভালোবাসা। তোমায় খুঁজে ফিরবো আমৃত্যু। আমিও এখন বাবা হয়েছি। আমার ছেলে কাব্য আমার কলিজার টুকরা। আমিও আমার বাবার মতো তাকে বলি, ‘তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হও না কেন, সবার আগে একজন ভাল মনের মানুষ হবে। অসহায়ের পাশে দাঁড়াবে।’ ‘বাবা, তোমার ছেলে আজ বড় হয়েছে, বাবা তোমার আশা আজ পুরণ হয়েছে। মনির খানের এই বিখ্যাত গানটি যখনই শুনি, মন আমার তখন কেঁদে উঠে হু হু করে। যিনি আমায় ‘খোকা’ বলে ডাকবেন, ‘বাবা’ বলে ডাকবেন, সেই মানুষটি আমায় ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন আজ থেকে ৩১ বছর আগে, ১৯৯১ সালে। আমি তখন ক্লাশ ফাইবে পড়ি, আমার তেমন বেশি কিছুমনে নেই। কিন্তু তার ভালোবাসার পরশ সব সময় আমার হৃদয় জুড়ে থাকে। আমাদের আদী বাড়ীটা ছিল তৎকালিন ইপিআর বর্তমান বিডিআর ১ নম্বর গেটের কাছে। আমি শুনেছি মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়ীতে তৎকালিন ইপিআর বাহিনী ২ দুই বার আগুন দিয়েছিল, কারন আমার বাবা শুধুমাত্র মুক্তিসংগ্রামীদের সাহায্য করেছিল বলে। বহুবার আমার বাবাকে ধারার জন্য আমাদের বাড়ীতে অভিযান করেছিল কিন্তু সেই হানাদার বাহিনী আমার বাবাকে ধরতে পারেনী। হয়ত ধরতে পারলে অন্যদের মত তাকেও হত্যা করে ফেলে দিত বুড়িগঙ্গ নদীতে। তাহলেতো আর আমার বাবার মুখটাই দেখা হতনা। তাই আমি এই ভেবে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদাই করি যে, নিজের বাবাকে অল্প সময়ের জন্য হলেও কাছে পেয়েছি, আর তাই আজও তার ভালোবাসা অনুভব করতে পারি। আমার সন্তানের উজ্জল ভবিষ্যৎ কামনায় আল্লাহকে বলি, ‘আমার সন্তানকে তুমি রহম করো।’ অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। কিন্তু আমার ছেলে কাব্য না ঘুমিয়ে অপেক্ষায় করে আমার জন্য, ঠিক তখনই আরো বেশিকরে নিজের বাবার কথা মনে পরে, আর হৃদয়টা হু হু করে কেঁদে উঠে। বাবা বেচেঁ থাকলে হয়তো আমি আরো বেশি লেখাপড়া শিখে বাবার মনের মত মানুষ হতে পারতাম কিন্তু সেটা হয়নি। তবে মানুষ হয়েছি। নিজের সাদ ও সাধ্যের মধ্যে থেকেও ‘যতটা পারি আর্তমানুষের সেবায় বিলিয়ে দেই। আর মনে মেন ভাবি এটাইত চেয়ে ছিল আমার বাবা।’ বাবা, তুমি নেই ৩১ বছর। এখন আমার ছেলেই আমার সব। বাবা, মা, স্বর্গ- সব। বাবা তুমি উপর থেকে আমার ছেলের জন্য দোয়া করো, ও যেন তোমার মত মানুষ হয়। পরিশেষে বলব বাবা হয়ত আমি তোমার মনের মত মানুষ হতে পারিনি তোবুও তোমায় আমি সব সময় মনথেকে ভালোবাসি নিজের থেকেও বেশী…
‘প্রতিটি মানুষের মধ্যে খুঁজেফিরি নিজের বাবাকে!
প্রকাশ : June 19, 202212:46 pm
