সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন
Menu

প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক, কে জি মুস্তাফা আর নেই

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 9, 20223:55 am

প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক কে জি মুস্তাফা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  রোববার রাত ৮টার পর ঢাকায় আজিমপুরে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। আগামীকাল সোমবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কে জি মুস্তাফা। তিনি জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য। গীতিকার হিসেবেই কে জি মুস্তাফা বেশি পরিচিত। তিনি একজন সফল সাংবাদিক এবং কলামিস্টও। তিনি ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৮ সালে দৈনিক ইত্তেহাদে শিক্ষানবিশ হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। ওই বছরই ‘দৈনিক মজলুম’ এ সহ-সম্পাদক হন এবং পত্রিকাটির বিলুপ্তির আগ পর্যন্ত বহাল ছিলেন। এরপর দীর্ঘ বিরতি। ১৯৬৮ সালে সাপ্তাহিক জনতায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।