শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন
Menu

প্রকৃতিতে শীতের আভাস, পঞ্চগড়ে কমছে তাপমাত্রা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 3, 20222:43 pm

প্রকৃতিতে মিলছে শীতের আভাস। শরৎ পেরিয়ে হেমন্তের শুরুতেই দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত তার আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে। এসব অঞ্চলে রোজই পারদ পড়ছে, কমছে তাপমাত্রা। বিশেষ করে সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমালয় থেকে ঠাণ্ডা বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে উত্তরাঞ্চলে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে রোজই প্রায় এক ডিগ্রি করে পারদ নামছে।   আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। পাশপাশি আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮, রাজশাহীতে ১৮ দশমিক ৬, রংপুরে ২১ দশমিক ২, ময়মনসিংহে ২২ দশমিক ৪, সিলেটে ২২ দশমিক ৭, চট্টগ্রামে ২৫ দশমিক ৫, খুলনায় ২১ দশমিক ৬ এবং বরিশালে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর থেকে ক্রমেই নামছে পারদ। কমে গেছে অসহ্য গরম, শহরাঞ্চলে বোঝা না গেলেও ভোরে ও সন্ধ্যায় হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গ্রামগুলো। পরবর্তী ৩ দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে লঘুচাপের বাড়তি অংশ উত্তরপূর্ব বাঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বাসসকে জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড  করা হয়েছে। সেখানে শীত পড়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে।তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৬ মিনিটে।