বিশ্বব্যাপী যখন হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দর, তখন ভারতে কিছুটা কমলো পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম। পেট্রোলে ৮ রুপি আর ডিজেলে ৬ রুপি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তে লিটার প্রতি পেট্রোলের দাম কমবে ৯ রুপি আর ডিজেলের দাম প্রতি লিটারে কমবে ৭ রুপি। এছাড়াও গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ২০০ রুপি। ভারত সরকারের দাবি, এতে প্রায় ২০ কোটি গ্রাহক উপকৃত হবেন। শনিবার (২১ মে) মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে ভারত জুড়ে। দাম কমানোর আগে পশ্চিমবঙ্গের কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি প্রায় ১১৬ রুপি আর ডিজেলের দাম ১০৩ রুপি প্রতি লিটার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য জানান, এক ধাক্কায় এত শুল্ক প্রত্যাহারের ফলে সরকারী কোষাগার থেকে বছরে প্রায় এক লাখ কোটি রুপি হারাবে কেন্দ্রীয় সরকার। ক্রমাগত জ্বালানির দাম বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়ছিল। তাই একরকম বাধ্য হয়েই এবার দাম কমালো কেন্দ্র। এর আগে গত বছরের নভেম্বরেও একবার দাম প্রত্যাহারের পথে হেঁটেছিল কেন্দ্র। উল্লেখ্য, রাশিয়ার তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর সারা বিশ্বে রেকর্ড পরিমাণে বাড়তে থাকে জ্বালানির দাম। কিন্তু কম দামে রেকর্ড পরিমাণে রাশিয়ান তেল আমদানির সুবিধা পেয়ে যায় ভারত। ফলে শুল্ক কমিয়ে মূল্য ছাড় দিলেও কেন্দ্রীয় কোষাগারে বড় প্রভাব পড়বে না বলেই বিশ্লেষকদের ধারণা।
পেট্রোল-ডিজেল সহ তেলের দাম কমালো ভারত
প্রকাশ : May 22, 20226:38 am
