রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
Menu

পুরো পরিবারকে ওষুধ খাইয়ে অচেতন করে বন্ধুর স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ!

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 22, 20222:42 pm

রংপুরের বদরগঞ্জে স্বামীকে বেঁধে মুখে টেপ লাগিয়ে অচেতন স্ত্রীকে ধর্ষণ করেছে তাঁর বন্ধুরা। পরিবারের সদস্যদের অচেতন করার পর বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে তারা―এমনই অভিযোগ ভুক্তভোগী ওই পরিবারের। এ ঘটনায় প্রধান আসামি মিলন হোসেন ও মোস্তাকিন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী আর অভিযুক্ত তিনজন বন্ধু। বন্ধুর বাড়িতে এসে তাঁর পা-হাত বেঁধে মুখে টেপ লাগিয়ে তাঁরই অচেতন স্ত্রীকে ধর্ষণ করে বন্ধুরা। ঘটনাটি ঘটে ২০ মে।  ঐ দিন বন্ধুর বাড়ি এসে চার বন্ধু মিলে একসঙ্গে বেড়াতে যায়। রাতে ঐ গৃহবধূর শাশুড়ি তাদের রান্না করে খাওয়ান। কৌশলে ঐ গৃহবধূ, তাঁর শ্বশুর-শাশুড়ি আর স্বামীর খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় তিন বন্ধু। এরপর ওষুধের ক্রিয়ায় ঘুমিয়ে পড়েন সবাই। রাত ১টা থেকে দেড়টার দিকে ঐ গৃহবধূর কক্ষে প্রবেশ করে তাঁর স্বামীর তিন বন্ধু। এ সময় তারা বন্ধুর হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে টেপ লাগিয়ে তার অচেতন স্ত্রীকে ধর্ষণ করে। একপর্যায়ে জ্ঞান ফিরে এলে ঐ গৃহবধূ চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশী ও পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (২১ মে) সকালে ভুক্তভোগী  গৃহবধূসহ তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ধর্ষণের শিকার গৃহবধূকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন তিন বন্ধুর বিরুদ্ধে। রংপুরের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মিলন হোসেন ও মোস্তাকিনকে ঐ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।