পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এছাড়া আরও চারটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নেছারাবাদ ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে বাজারের আল-হুসাইনি চশমা ঘরের দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলি দেখতে পায় স্থানীয়রা। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো: নূর মোহাম্মদ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরিপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।
পিরোজপুরের ভয়াবহ আগুন, পুড়েছে বেশ কয়টি দোকান
প্রকাশ : May 25, 202211:31 am
