পশ্চিমবঙ্গের কাটোয়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর অভিযানে শিবশঙ্কর হালদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার (১৪ মে) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি পশ্চিমবঙ্গ পুলিশ। বিপুল পরিমাণ অর্থপাচারের পর এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে (পিকে হালদার) দীর্ঘদিন ধরে ভারতে লুকিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।
পিকে হাওলাদার সন্দেহে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে গ্রেপ্তার 1
প্রকাশ : May 14, 202210:48 am
