মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন
Menu

পাঞ্জাবি ভাষা শিখছেন ক্যাটরিনা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  December 4, 20216:02 am

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের খবর ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ভারতের রাজস্থানে তাদের বিয়ের পার্টি হচ্ছে, এমন খবর আগেই জানা গেছে। সর্বশেষ খবর হল ক্যাটরিনা কাইফের বাড়িতে পাঞ্জাবি শেখার জন্য একজন গৃহশিক্ষক রয়েছেন।
পাঞ্জাবে শ্বশুর আর পুত্রবধূ পাঞ্জাবি জানেন না, এটা কী? ক্যাটরিনা বিশ্বাস করেন যে পাঞ্জাবি ভাষা জানা তার জন্য তার শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ করা সহজ করবে।
ভিকি-ক্যাট ইতিমধ্যেই তার বিয়ের খবর বন্ধু ও সহকর্মীদের কাছে পাঠিয়েছেন। নির্ধারিত অতিথিদেরও আমন্ত্রণ জানিয়েছেন।

ইতিমধ্যেই বিয়ের আয়োজন শুরু করেছেন দুই তারকা দলের লোকজন। বিয়ের অতিথিদের কোনো ফোন ব্যবহার করার অনুমতি নেই। এমনকি সেখানে কী ঘটছে তা প্রকাশ না করার জন্য তারা শর্তসাপেক্ষ কাগজে স্বাক্ষর করছে।
গত দুই বছর ধরে প্রেম করছেন ভিকি-ক্যাট। যদিও সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত ্টু শব্দটি বলেননি এই জুটি। তাদের একসঙ্গে খাওয়া ও হাঁটার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। সেই থেকে, ভক্তরা উপসংহারে এসেছেন যে তারা প্রেম করছেন।
তারা কেউই সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি। তবে আজ ভক্তদের ধারণা সত্যি হতে চলেছে। গতকাল তাদের বিয়ের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
ক্যাটরিনাকে শিগগিরই দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে সালমান খানের সঙ্গে। এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

এ ছাড়া ‘ফোন ভূত’ নামের আরেকটি ছবিতে ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যাবে ক্যাটরিনাকে। আলী আব্বাস জাফরির একটি সুপারহিরো–ভিত্তিক ছবিতেও তাঁর কাজ করার কথা শোনা গেছে।

অন্যদিকে মেঘনা গুলজারের শ্যাম মানেকশার জীবনীচিত্র, করণ জোহরের ‘তখত’ ছবি দুটিতে ভিকি কৌশল কাজ করবেন বলে সব ঠিকঠাক রয়েছে। আদিত্য ধরের সঙ্গে ‘দ্য ইম্‌মর্টাল অশ্বত্থামা’ ছবিতে তাঁকে দেখা যাবে সারা আলী খানের বিপরীতে।