তাহসান খানও সঙ্গীতের সঙ্গে অভিনয় করে খ্যাতি পান। তবে গত কয়েক বছরে গানের চেয়ে অভিনয়ই বেশি করেছেন তিনি। নাটক, টেলিফিল্ম এমনকি চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তাহসান আবারো যুক্ত হলেন বড় পর্দায় চলচ্চিত্রে।
নাম ‘A Blessed Man’। এটি নির্মাণ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা সাদিক আহমেদ।
রোববার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় তাহসান এ ঘোষণা দেন।
তিনি বলেন, “রেডি হয়েছি একটি কনসার্ট আছে। কিন্তু বের হওয়ার আগেই দেখি বাসায় একটি কেক। অ্যাপল বক্স ফিল্মস থেকে এসেছে কেকটা। একটা খবর জানানোর জন্যই এই পোস্টটা করছি।
নতুন সিনেমা ‘আ ব্লেসড ম্যান’-এর কাজ শুরু হতে যাচ্ছে। আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি। এই সিনেমায় কাজ করছেন বিশ্ব জয় করে আসা আমাদের সবার প্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার সঙ্গে আছি আমি।
আমাকে যে কেন নিলো! পরিচালনা করছেন সাদিক আহমেদ। খুব মেধাবী একজন ব্রিটিশ নির্মাতা। তিনি ইতোমধ্যে দেশে এসেছেন। তার সঙ্গে বৈঠক হয়েছে।”
সিনেমার গল্প নিয়ে উচ্ছ্বসিত তাহসান বলেন, “চিত্রনাট্যটি সত্যিই অসাধারণ। বাংলা সিনেমা আমরা অনেকভাবেই দেখেছি, কিন্তু সাদিক আহমেদের দেখার স্টাইল সম্পূর্ণ ভিন্ন।’
অন্যদিকে অভিনেত্রী আজমেরী হক বাঁধনও এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘এই সিনেমার গল্পটা দারুণ। আর আমার চরিত্রটি অসম্ভবভাবে বেছে নেওয়া হয়েছে। খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। প্রায় সবকিছুই প্রস্তুত। কয়েকদিনের মধ্যে শুটিং শুরু করব।
বেশ কিছু দিন ধরেই দেখা যাচ্ছে, বাঁধন তার ওজন কমাচ্ছেন। সেই রহস্যটাও ফাঁস করলেন তিনি। বললেন, ‘আমার শারীরিক ওজন কেন কমে যাচ্ছে এ প্রশ্ন অনেকেই করেছেন। এর পেছনে মূল কারণ, এই সিনেমা, এর চরিত্র। এর জন্য আরও ওজন কমাতে হবে।’