পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজের অসত্য কথনের রেকর্ড ভেঙেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ। মঙ্গলবার (৭জুন) রাজধানীর কাকরাইলে জাতীয় প্রেস ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন মন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, ‘ফেসবুকে দেখলাম যে ফখরুল সাহেব নিশ্চয়ই কিছু খেয়েছিলেন, সেজন্য এরকম বলেছেন। কিন্তু আমি নিশ্চিত, অনেকে খেলেও তিনি এরকম কিছু খান না। তিনি ভদ্র মানুষ। কিন্তু কোনো কিছু না খেয়েও যে তিনি জলজ্যান্ত মিথ্যা কথা বলতে পারেন, সেটি প্রমাণ করে মির্জা ফখরুল সাহেব নিজেই নিজের মিথ্যাচারের রেকর্ড ভঙ্গ করলেন। আসলে পদ্মা সেতু হয়ে যাওয়াতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপিকে অপপ্রচার না চালিয়ে ভুল স্বীকার করার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর বিরোধীতা করাটা তাদের ভুল ছিলো। আর ভুল স্বীকারে বাধা নেই, লজ্জা নেই। মন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্রের পাশাপাশি একটি মানবিক রাষ্ট্রও গঠন করতে চান প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের মনের গভীরে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধ -এই চারের সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। আর উন্নত ভবিষ্যতের জন্য প্রয়োজন তাদের আত্মিক উন্নয়ন।
পদ্মা সেতু নিয়ে মিথ্যাচারে রেকর্ড ভেঙেছেন মির্জা ফখরুল: তথ্যমন্ত্রী
প্রকাশ : June 8, 20229:56 am
