রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে শনিবার (২১ মে) বন্ধ হয়ে গেছে দৌলতদিয়া ফেরি ঘাটের সচল থাকা ৭ নম্বর ঘাটটি। এর আগে শুক্রবার (২০ মে) দৌলতদিয়ার ৪ ও ৫ নম্বর ঘাটের পন্টুন তলিয়ে গেলে সারাদিন চেষ্টার পর সন্ধ্যায় ঘাট দুটিকে সচল করে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটের পন্টুন ও সংযোগ সড়কে পানি প্রবেশ করলে কর্তৃপক্ষ ঘাটটি বন্ধ করে দেয়। এদিকে, ঘাট সঙ্কটের কারণে সকালে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে পড়ে অন্তত শ’পাঁচেক ছোট বড় যানবাহন। বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পারাপার ব্যাহত হচ্ছে। নতুন করে ৭ নম্বর ঘাটে সমস্যা তৈরি হওয়ায় ঘাট এলাকায় যানজট তৈরি হয়েছে।
পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়ায় ফেরি পারাপারে বিঘ্ন, সাড়ে চার কিলোমিটার যানজট
প্রকাশ : May 21, 20227:48 am