মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দড়িকান্দি এলাকা থেকে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) বিকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম একই জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামের মৃত বিশু ফকিরের ছেলে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, শনিবার বিকালে পদ্মা নদীর দড়িকান্দি এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে থানা পুলিশকে জানান স্থানীয় লোকজন। পরে ফরিদপুরের নৌপুলিশ সহায়তায় ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর পর নাম পরিচয় পাওয়া গেলেও তার মৃত্যুর রহস্য জানা সম্ভব হয়নি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পদ্মায় ভাসছিল এক ব্যক্তির মরদেহ
প্রকাশ : May 15, 20227:16 am
