সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজেই মেইলে পদত্যাগপত্র পাঠান। এর আগে সকাল সোয়া ৯টার দিকে নিজ কার্যালয়ে কথা বলে পদত্যাগপত্র প্রস্তুত করেন তিনি।
পদত্যাগের ব্যক্তিগত কারণ জানিয়েছেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আজকের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুরাদ হাসানের বিতর্কিত মন্তব্য ও অশ্লীল ফোনালাপ বিভিন্ন বিষয়ে ফাঁস হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিতর্কিত বক্তব্যের কারণে সংসদ সদস্য আলোচনায় রয়েছেন। মুরাদের ফোনালাপ ব্যক্তিগত ব্যাপার।
এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকার বা দল নিয়ে তথ্য প্রতিমন্ত্রী কোনো মন্তব্য করেননি। ওবায়দুল কাদের আরও বলেন, দায়িত্বশীল অবস্থান থেকে তিনি কীভাবে ফোনে এসব কথা বলেছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিতর্কিত বক্তব্যের কারণে সংসদ সদস্য আলোচনায় রয়েছেন। মুরাদের ফোনালাপ ব্যক্তিগত ব্যাপার।
এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকার বা দল নিয়ে তথ্য প্রতিমন্ত্রী কোনো মন্তব্য করেননি। ওবায়দুল কাদের আরও বলেন, দায়িত্বশীল অবস্থান থেকে তিনি কীভাবে ফোনে এসব কথা বলেছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।