পঞ্চম শ্রেণি – প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ : শূন্যস্থান পূরণ (১–১০)
অধ্যায় ১
১। প্রশ্ন: মানুষের শ্বাস গ্রহণের জন্য ______ প্রয়োজন।
উত্তর: বায়ু
২। প্রশ্ন: মানুষ বাদে অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য ______ ওপর নির্ভরশীল।
উত্তর: জড় বস্তুর
৩। প্রশ্ন: সব প্রাণীর ______ থাকার জন্য বায়ু, পানি খাদ্য প্রয়োজন।
উত্তর: বেঁচে
৪। প্রশ্ন: বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন ______ বস্তুর ওপর নির্ভর করে।
উত্তর: জড়
৫। প্রশ্ন: উদ্ভিদ সূর্যের আলো, পানি, বায়ু থেকে ______ ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
উত্তর: কার্বন ডাই–অক্সাইড
৬। প্রশ্ন: উদ্ভিদের ত্যাগ করা ______ প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে।
উত্তর: অক্সিজেন
৭। প্রশ্ন: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ণ ও বীজের বিস্তরণের জন্য ______ওপর নির্ভরশীল।
উত্তর: প্রাণীর
৮। প্রশ্ন: উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা ______ ব্যবহার করে।
উত্তর: কার্বন ডাই–অক্সাইড
৯। প্রশ্ন: সার পুষ্টি হিসেবে ব্যবহার করে ______ বেড়ে ওঠে।
উত্তর: উদ্ভিদ
১০। প্রশ্ন: পরাগায়ণের ফলে উদ্ভিদের ______ সৃষ্টি হয়।
উত্তর: বীজ
পারভীন সুলতানা, সহকারী শিক্ষক, মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা