নড়াইলে ছাগল চুরির অভিযোগে দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। এর আগে মঙ্গলবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই শিশু হলেন-উপজেলার পদ্দবিলা গ্রামের আসাদের ছেলে আজিজুর (১৩) ও সারুলিয়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে জয় শিকদার (১৪)। জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার এড়েন্দা গ্রামের জহুর শেখের স্ত্রী দোলেনা বেগমের দুইটি ছাগল চুরির চেষ্টা করছিল, এমন সন্দেহে আজিজুর ও জয়কে ধরে ফেলে স্থানীয়রা। এ সময় ছাগল চুরির অভিযোগ এনে তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর করে অভিযুক্ত ওই পরিবারসহ স্থানীয় বেশ কয়েকজন। পরে চুরির অভিযোগ এনে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার পরদিন বুধবার ওই দুই শিশুর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ না থাকায় অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয় লোহাগড়া থানার পুলিশ। এদিকে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে এলে অভিযুক্তদের ধরতে নড়েচড়ে বসে থানা পুলিশ। এরপর বৃহস্পতিবার নির্যাতনের শিকার শিশু আজিজুরের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেন, ভুক্তভোগী আজিজুরের বাবা বলেন, ‘মিথ্যা অভিযোগে আমাদের সন্তানদের গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের সন্তান যদি অপরাধ করে তাহলে আগে তারা আইনের আশ্রয় নেবেন। তা না নিয়ে নির্যাতনকে ধামাচাপা দিতে উল্টো তাদের পুলিশে দেয়। আমরা অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি। নির্যাতনের শিকার শিশু আজিজুর বলেন, ‘আমি ছাগল চুরি করিনি। এরপরও আমাকে এবং বন্ধু জয়কে গাছের সঙ্গে বেঁধে অনেক পিটিয়েছে।’ অপর শিশু জয় বলেন, ‘আমাকে নির্যাতন করে হাতের আঙুল ভেঙে দিয়েছে। এ প্রসঙ্গে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, নির্যাতনের শিকার আজিজুরের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
নড়াইলে ছাগল চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৩
প্রকাশ : April 15, 20221:04 pm
