সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলে দেওয়া চলচ্চিত্র ‘নোনাজালের কাব্য’ আসছে দেশের পর্দায়। ২৬ নভেম্বর মুক্তি পাবে এটি। তবে সবার আগে এই সিনেমাটি বিশেষভাবে দেখানো হয়েছে তাদের জন্য যাদের জীবনের গল্প এই সিনেমা।
পটুয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে দেখানোর আগে জেলার জেলে পরিবারগুলোকে দেখানো হয়েছিল। ২২ নভেম্বর পটুয়াখালীর জলেপল্লী কুয়াকাটা পিকনিক স্পটে চর গঙ্গামতির মাছ ধরার পরিবারের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২০ সালে ‘নোনাজলের কাব্য’ পেয়েছিল টরিনো ফিল্ম ল্যাব অডিয়েন্স ডিজাইন ফান্ড-২০২০। ইউরোপিয়ান ইউনিয়নের এ প্রকল্পের অধীনে এতে ৪৫ লাখ টাকা পেয়েছিল ছবিটা।
চলচ্চিত্রটি ‘২৫তম বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এশিয়ান স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে মনোনীতও হয়েছিল। এছাড়া বিশ্বের বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় সিনেমাটি।
রেজওয়ান শাহরিয়ার সুমিতের চিত্রনাট্য ও নির্দেশনায় এতে অভিনয় করেছেন তিতাস জিয়া, ফজলুর রহমান বাবু, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমান মুকুলসহ অনেকে। বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনার ছবি এটি।