শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন
Menu

নুসরাতের বিরুদ্ধে মামলায় জিতে গেছেন নিখিল

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 20, 20211:53 pm

তার প্রাক্তন স্বামী নিখিল জৈন নুসরাত জাহানের বিরুদ্ধে অ্যানালস অফ ম্যারেজ মামলায় জিতেছেন। ভারতের আলিপুর আদালত নিখিলের পক্ষে রায় দিয়েছে। নুসরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আদালতের দ্বারস্থ হন তিনি।

বাতিলের নিয়ম অনুযায়ী নুসরাতকে আদালতে গিয়ে বলতে হয় নিখিলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। তবে নুসরাত সেই নিয়ম মানছেন কিনা তা স্পষ্ট নয়।
এর আগে নিখিল বলেছিলেন, ‘যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নেইনি আমি।’

অন্য দিকে শোনা গেছে, নুসরত ফের বিয়ে করেছেন যশ দাশগুপ্তকে। তাদের সন্তান ঈশানের জন্মের পরেই সে কথা বুঝিয়ে দিয়েছিলেন নুসরত।
ইনস্টাগ্রামে ছবি দিয়ে যশকে তার ‘স্বামী’ সম্বোধন করতেও দেখা যায়। বিশ্বকর্মা পুজোয় আন্না সাহার অফিসে সিঁদুর মাথায় হাজির ঈশান-জননী। সঙ্গী ছিলেন যশ।

নুসরাত জাহান তুরস্কের বোডরুমে ১৯ জুন,২০১৯ সালে নিখিল জৈনকে  বিয়ে করেন। দুই বছর পরে, তিনি একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছিলেন যে নিখিল জৈনকে বিয়ে নয়,  লিভ টুগেদার করেছিলেন।

তার আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নুসরাত। জানা গেছে, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে রয়েছেন তিনি।