চলতি বছরের শুরু থেকেই নুসরাত তার স্বামী নিখিল জৈনের সঙ্গে দূরত্ব এবং টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় রয়েছেন। সম্প্রতি তিনি মা হয়েছেন। যশের নামেই ছেলের নাম রেখেছেন নুসরাত। সন্তান জন্ম দেওয়ার পর তিনিও যশের সঙ্গে কাশ্মীরে যান।
ছুটির পর ফের শুটিংয়ে ব্যস্ত তৃণমূল কংগ্রেস সাংসদ।
নুসরাত জাহান তুরস্কের বোদ্রামে ১৯ জুন, ২০১৯-এ ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন। কিন্তু ঠিক দুই বছর পরে, অভিনেত্রী একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছিলেন যে তিনি নিখিল জৈনকে বিয়ে করেননি, বরং “লিভ টুগেদার” করেছেন।
তবে বিষয়টি মেনে নিতে পারেননি নিখিল। এ কারণে তিনি নুসরাতের নামে ‘বিয়ের বিশ্লেষণ’ নিয়ে আদালতে মামলা করেন। ১৭ নভেম্বর মামলায় নুসরাতের সাবেক স্বামী জয়ী!
এতকিছুর পরও নিখিল নাকি এখনো নুসরাতকে ভালোবাসেন! কোনোভাবেই অভিনেত্রীকে ভুলতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। চূড়ান্ত বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতকে নিয়ে মুখ খুললেন নিখিল।
পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে (নুসরাত) এখনো ভালোবাসি। ’
একইসঙ্গে এও জানান যে, আগে যে নুসরাত ছিলেন, তাকে ভালোবাসেন তিনি। কিন্তু এখনকার নুসরাতকে একেবারেই চিনতে পারছেন না। তবে নুসরাতের জন্য শুভকামনা জানাতে ভুল করেননি নিখিল। বলেন, ‘ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থাকছে, সন্তান হয়েছে; আমি কখনো কিছু বলিনি। ’
নিখিলকে ছেড়ে নুসরাত এখন বিয়ে করছেন অভিনেতা যশ দাশগুপ্তকে। তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান ইশান। বর্তমানে খ্যাতি, সন্তান ও কাজ নিয়ে ব্যস্ত নুসরাত।