নরসিংদীর বেলাবোতে নিজ বাড়িতে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে রোববার (২২ মে) সকাল আটটার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাবলা গ্রামের রঙমিস্ত্রি গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম। গতকাল থেকে বাড়ি ছিলেন না গিয়াস উদ্দিন। তিনি রঙের কাজে গাজীপুরে ছিলেন। রাতের কোনও এক সময় গলাকেটে তার স্ত্রী ও দুই সন্তানকে দুর্বৃত্তরা হত্যা করতে পারে। সকালে ৩৬ বছর বয়সী রাহিমা বেগম, তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। রাহিমার স্বামী গিয়াস উদ্দিন বলেন, ‘জমিজমা ও গাছকাটা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ ছিল। এছাড়া কারও সঙ্গে কোনও বিরোধ নেই।’ এর জেরে রাতে তাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারবো।
নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রকাশ : May 22, 20227:48 am
