রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
Menu

নিউজিল্যান্ডের একটি আবাসিক হোস্টেলে আগুন লেগে ৬ জন নিহত, নিখোঁজ বহু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 16, 202311:07 am

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি চারতলা হোস্টেলে আগুন লেগে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে সেন্ট্রাল ওয়েলিংটনের লোফার্স লজ হোস্টেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় হোস্টেলের ওপরের তলার জানালা দিয়ে বিশাল অগ্নিশিখা এবং ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি। এই ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসের ২০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় ৮০ জন দমকলকর্মী উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন। দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ৯২ কক্ষের ঐ হোস্টেলে একাধিক লোক মারা গেছে এবং ৫২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা কমপক্ষে ৬। অন্যদিকে শহরের মেয়র বলেছেন, এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডেপুটি ন্যাশনাল কমান্ডার ব্রেন্ডন ন্যালি বলেন, ছাদে আটকে পড়া লোকদের বাঁচাতে উদ্ধার কর্মীরা একটি মই ট্রাক ব্যবহার করে। রেডিও নিউজিল্যান্ডকে ন্যালি আরও বলেন, আমাদের দলের হস্তক্ষেপ ছাড়া ঐ লোকগুলো মারা যাচ্ছিল। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি।