নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) ভোরে ফতুল্লার পোস্ট অফিস এলাকার জনৈক কাউছার মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আনোয়ার হোসেন, তার স্ত্রী রোজিনা আক্তার, তাদের দুই ছেলে রোমান ও রোহান। স্থানীয়রা জানান, ভোরে কাউছার মিয়ার টিনসেড বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক আনোয়ার হোসেন মিয়ার ঘরে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায়। সম্ভবত আনোয়ার সিগারেট জ্বালানোর সময়ই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, গ্যাসের ওই রাইজারটি দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। দিনরাত সেখান থেকে গ্যাস বের হতো। বার বার বলার পরও বাড়িওয়ালা তা মেরামত করাননি। ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, গ্যাসের রাইজারের লিকেজ থেকে আগুন লেগে তা ঘরে ছড়িয়ে যায়। এ সময় ঘরে থাকা একই পরিবারের ৪ জন দগ্ধ হন। আগুনে ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪ জন।
প্রকাশ : May 10, 202210:41 am
