নারায়ণগঞ্জের শিতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার ও ৬ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধার কারীদল। এখনো নিখোজ ২০ থেকে ২৫ জন। ঘাতক জাহাজটিকে আটক করেছে নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জের লঞ্জ ডুবিতে ৬ জনের লাশ উদ্ধার এবং এখনো নিখোজ ২০ থেকে ২৫ জন
প্রকাশ : March 20, 20223:17 pm
