রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন
Menu

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুট কারখানায় আগুন, দেড়র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 24, 20232:35 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারহানা টেক্সটাইল নামের একটি জুট কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। কারখানার মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে পাটের চট ও বস্তা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফারহানা টেক্সটাইল মিলে হঠাৎ আগুন দেখতে পান তারা। শুক্রবার কারখানা বন্ধ থাকায় কোন শ্রমিক ছিলনা প্রতিষ্ঠানটিতে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভিতরে থাকা মেশিনারিজ সামগ্রী, পাটের তৈরি চট, বস্তা পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের মালিক সুরুজ মিয়া। তার দাবি, কেউ নাশকতা করে বন্ধ কারখানায় আগুন দিয়েছে। এদিকে কাঞ্চন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, কারখানার ভিতরে যেখানে মেশিন বসানো হয়েছে সেখানেই গোডাউন স্থাপন করা হয়েছে। আবার একই জায়গার তেলের ট্যাংকও স্থাপন করা হয়েছে। যা মারাত্মক অগ্নিঝুঁকি সৃষ্টি করেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।