পঞ্জিকা মেনে শনিবার নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করছে পশ্চিমবঙ্গের মানুষ। কলকাতা শহরজুড়ে শেকড়ের সন্ধানে নেমেছে মানুষ। সকালে নববর্ষের সকালে গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর পর্যন্ত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র, পশ্চিমবঙ্গ। আর, বিকেলে আছে বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ ও বাংলা আবার সামাজিক সংগঠনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার। বাংলা নববর্ষের প্রচলন করেছিলেন রাজা শশাঙ্ক। আর তাই এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পাচ্ছে তার প্রতিকৃতি। শোভাযাত্রাটি রবীন্দ্র সদন, বিড়লা তারামণ্ডল, ভিক্টোরিয়া হয়ে অ্যাকাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। এরপর রাণুছায়া মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিক, আবহাওয়া দফতর বলছে, নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। প্রবল গরমে কাতর হয়ে পুড়ছে বাংলা, ক্রমশ ঊর্ধ্বগামী পারদ। রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের আশঙ্কা করা হয়েছে।
নানা আয়োজনে বর্ষবরণ করছে পশ্চিমবঙ্গ
প্রকাশ : April 15, 20233:59 pm
