নাটোরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জনের মধ্যে বারিক সরদার (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বারিক সরদার পাবনা সদরের বাহিরচর কোলচড়ি সরদার পাড়া এলাকার ইমান আলীর ছেলে। বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বনপাড়া হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বনপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্যে আটকে থাকা ৪ জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় মহাসড়কে ১০-১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১ জন নিহত
প্রকাশ : May 25, 202211:19 am
