নাটোরের সিংড়ায় এক বিধবা নারীকে লাঠিপেটা করছেন এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামের মৃত দেদার হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৩২) শুক্রবার সকালে সেমাই কিনতে দোকানে যান। তখন একই গ্রামের অছিমদ্দিনের ছেলে আইয়ুব আলী (৩৮) ভুক্তভোগী নারীর কাছে ১০ হাজার টাকা পাবেন দাবি করেন। তিনি দোকানের সামনে অকথ্য ভাষায় ঐ নারীকে গালিগালাজ করেন এবং লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। পরে স্থানীয়রা ঐ নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লাঠিপেটার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় বইছে। দোষীর বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরে এক বিধবা নারীকে দোকানের সামনে যুবকের লাঠিপেটা, ভিডিও ভাইরাল
প্রকাশ : May 28, 20226:20 pm
